সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে টানা সাড়ে ৩ঘন্টা অভিযান চালিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্কের জন্য উদ্ধারকৃত ৫৭.৫০ একর জায়গার চারদিকে সীমানা বেষ্টনী নির্মাণের কাজ শুরু করা হয়। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৫ টি সীমানা পিলার এসময় স্থাপন করা হয়েছে।এ অভিযানে আলীনগরের প্রবেশ মুখে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জারীকৃত গণ বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড স্থাপণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান।তিনি বলেন, সরকারের মহাপরিকল্পনার অংশীদার হিসেবে যারা কাজ করতে চায় তাদের সকলকে সাথে নিয়ে সকল প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদেরকে পূনর্বাসন করে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।জঙ্গল সলিমপুর ও আলীনগরে অবৈধ বসতি নির্মাণ, অবৈধ পাহাড় কাটা রোধে নিরাপত্তা চৌকি স্থাপনের জন্য ২ টি খাস জায়গা নির্ধারণ করা হয়। একটি জংগল সলিমপুর হতে আলীনগর প্রবেশের মুখে এবং অপরটি বায়েজিদ লিংক রোড হতে জঙ্গল সলিমপুর প্রবেশের মুখে । এতে নিরাপত্তা চৌকি সমূহে যৌথ বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া ব্যবস্থাপণা কমিটির জন্যও একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশের কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অফিস কক্ষ স্থাপণ করা হবে বলে জানান তিনি।এদিকে অভিযানকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরে জেলা প্রশাসন অব্যাহত ভাবে অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের ধারাবাহীকতায় আজ সপ্তম দিনের মত অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত মহাপরিকল্পনা খুব দ্রুতই বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকের এই অভিযান। এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম দৈনিক ইনকিলাবকে বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্কের জন্য ৫৭.৫০ একর জায়গার সীমানা বেষ্টনী নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এখানে বাঘ, চিত্রা হরিণ, অজগর সাপ, কুমির সহ নানা প্রজাতীর পশু প্রাণী অবমুক্ত করে একটি দৃষ্টি নন্দন সাফারি পার্ক হিসেবে নির্মাণ করা হবে। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, নু এমং মারমা, মিজানুর রহমান, মোঃ মাসুদ রানা,সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভসহ সাংবাদিকবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন