সম্প্রতি সৃষ্ট নিম্নচাপের কারণে মেঘনা নদীর অতি জোয়ারে দৌলতখান পৌরসভার ১ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। শনিবার(১৩ আগস্ট) বেলা বারোটার দিকে তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও ভবানীপুর ইউনিয়নের বেড়িবাঁধের বাহিরে জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও ওই এলাকায় বসবাসরত অসহায় মানুষকে পুনর্বাসনের আশ্বাস দেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন