শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কমলগঞ্জের স্থানীয় সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিদ খাঁনকে।
পুলিশ ও স্থানীরা জানান, শনিবার দুপুরে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় একটি মটর সাইকেল নিয়ে ৩ জন দুর্বৃত্ত হেলমেট পরিহিত অবস্থায় এলোপাথারি হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সাংবাদিক বাছিদ মটর সাইকেল চালিয়ে কমলগঞ্জ যাচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সবশেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সংবাদকর্মীরা তাকে দেখতে যান হাসপাতালে। তবে হামলার কারণ এখনও জানাযায়নি।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাকারীদের খুঁজে বের করার চেষ্ঠা অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন