শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মোল্লার ইন্তেকালঃ দাফন সম্পন্ন

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৮:০৭ পিএম

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্ৰামের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা নন্দলালপুর মেসার্স এস,কে রি রোলিং মিলের চেয়ারম্যান,ঝিনাইয়া উচ্চ বিদ্যাললয়ের সাবেক সভাপতি,ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মোল্লা (৬৫) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন) ।

মরহুমের প্রথম জানাজা নামাজ ফতুল্লা থানার রসুলপুরে বাসভবন সম্মুখে সকাল ৮টায় এবং দ্বিতীয় জানাজা নামাজ দুপুর ২টায় ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।পরে ৩টায় তাঁর গ্রামের বাড়ি ছোট ঝিনাইয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । মৃত্যু কালে স্ত্রী,২ ছেলে,১ মেয়ে,নারী,নানী, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছোট ঝিনাইয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুরের বসবাস করতেন।

দ্বিতীয় জানাজা নামাজের পূর্বে মরহুম খোরশেদ আলম মোল্লার কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন, মরহুমের জেষ্ঠ্য ছেলে জামান ঢালী, মরহুমের বড় ভাই আলহাজ্ব জিয়া উদ্দিন ঢালী,কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু, সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা'র ছেলে তানভীর হুদা শুভ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার,এসকে রোলিং মিলের পরিচালক শিল্পপতি শাহ আলম,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর আল আমিন প্রমুখ।

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ,ব্যবসায়ী আলমগীর হোসেন ফকিরের সঞ্চালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শিল্পপতি খায়রুল হুদা, একলাছ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ও ছেংগারচর পৌর সভার সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন,ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন মাষ্টার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান , বিএনপি নেতা আলা উদ্দিন খান,অ্যাড শরীফ ফেরদৌস মাহমুদ শাহীন,গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন