সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তিপরীক্ষার বি ইউনিটের পরীক্ষায় আজ সিলেট অঞ্চলে মোট পরীক্ষার্থীর ৯৫ দশমিক ৭৫ শতাংশ অংশ নিয়েছেন। সিলেট অঞ্চলের প্রধান ও বি ইউনিটের একমাত্র কেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ইসরাত ইবনে ইসমাইলের দেয়া তথ্যানুসারে আজকের পরীক্ষায় ৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সারাদেশে এক যুগে অনুষ্ঠিত আজকের বি ইউনিটের পরীক্ষায় শাবির একাডেমিক ভবন ‘এ, সি, ডি এবং ই’ তে বেলা ১২ টায় এ পরীক্ষা নেয়া হয়। এতে ২ হাজার ৩’শ ৩১ জন আবেদনকারীর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল বলে জানান শাবির গুচ্ছ ভর্তিপরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার।
প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার সাংবাদিককে জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কোনো ধরনের জালিয়াতির ঘটনা ঘটে নি।
এদিকে পরীক্ষা শুরুর পর শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার ও সদস্য সচিব জনাব ইসরাত ইবনে ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন