রাজধানীতে গতকাল শনিবার পৃথক ঘটনায় দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরানা পল্টনের একটি দোকানে প্রিন্টিং প্লেটের বান্ডিল পড়ে আবদুর রহিম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। অপরদিকে মতিঝিলে বহুতল ভবন থেকে পড়ে শিপন (১৮) নামে এক মিস্ত্রির হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পুরানা পল্টনে গ্রাফিক্স মেলা নামে একটি দোকানে প্রিন্টিং প্লেটের বান্ডিল পড়ে আবদুর রহিম মারা যান। তিনি ওই দোকানে শ্রমিক হিসেব কাজ করছিলেন। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় মেলেনি।
এদিকে বেলা আড়াইটার দিকে মতিঝিল মেঘনা লাইফ ইন্সুরেন্সে ১৮ তলায় অ্যালুমিনিয়ামের বোর্ডের কাজ করার সময় অশাবধানতাবশত নিচে পড়ে যায় শিপন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি মেঘনা ইন্সুরেন্সের ভবনেই থাকতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন