রাজধানীর শ্যামলীতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রনি (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ট্রাকের চালক হাসান (৩৮)। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়া জানান, ভোর সাড়ে ৬টার দিকে শ্যামলী এলাকায় মালবোঝাই দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের হেলপার রনি ও চালক হাসান দু’জনই গুরুতর আহত হন। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে রনিকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল ৯টায় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি নাটোর বড়াইগ্রাম উপজেলায়। বাবার নাম আবুল কাশেম। রাতে ট্রাকে পাথর নিয়ে ঢাকায় আসেন। ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে আবার চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। পথে শ্যামলীতে দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে লালবাগ শহীদনগর এলাকার একটি বাসায় মামুন ব্যাপারী (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার শহীদনগর তিন নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আব্দুল আলী জানান, গতকাল সকালে অনেক ডাকাডাকির পরও মামুনের সাড়াশব্দ না পাওয়ায় তার রুমের দরজা ভেঙ্গে ফেলা হয়। এ সময় মামুনকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যার কারন জানাতে পারেনি পরিবার। নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বাবার নাম সাইদ ব্যাপারী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন