শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১১:০২ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' ডাকাত সরদার দুলাল বাহিনীর প্রধান দুলাল হোসেন (৪২) নিহত হয়েছেন বলে দাবী করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত র‌্যাব সদস্য রোস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ডাকাত সরদার বেলকুচি উপজেলার শমেষপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতির অভিযোগসহ বিভিন্ন থানায় দশটির অধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের এএসপি হাসিবুর রহমান হাসিব জানান, বুধবার রাত ১১টার দিকে ডাকাত সরদার দুলাল তার সহযোগীদের নিয়ে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় র‌্যাবের টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা তাদের ওপর গুলি ছোড়ে।

তখন র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুলাল ঘটনাস্থলে মারা যান এবং তার বাকি সহযোগীরা পালিয়ে যান। সেসময় ডাকাতদের হামলায় র‌্যাব সদস্য রুস্তম আলী আহত হন। উদ্ধার করা হয় দুইটি আগ্নেয় অস্ত্র। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন