রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিনামূল্যে চিকিৎসা প্রদান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৪:১১ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট জেলার গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় টুকের বাজার হাজি আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে সিলেট জেলার গরীব দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসান এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জাহান এর নেতৃত্বে একটি চিকিৎসক দল উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে আনুমানিক ৭০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দিক নির্দেশনায় উপ অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত, পিএসসি উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইন এর সার্বিক তদারকি করেন। এছাড়াও সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি। উক্ত মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়া ও সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন