বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্র যথাযথ মর্জাদার সাথে শোকবহ ১৫ আগষ্ট পালিত হয়েছে। বরিশালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ দলীয় নেতৃকবৃন্দ পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সুচনা করেন। এসময় জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ জেলা এবং মহানগর আওয়ামী লীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী দপ্তরও শোকবহ ১৫ আগষ্ট উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে।
মন্তব্য করুন