নদীমাতৃক বাংলাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম লঞ্চ। কিন্তু লঞ্চে অতিরিক্ত যাত্রীবহন জনজীবনের জন্য হুমকি। আমার উপজেলা শরীয়তপুরের নড়িয়া থেকে প্রতিদিন সকালে ঢাকার উদ্দেশ্যে চারটি লঞ্চ ছেড়ে আসতো। সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধি ও যাত্রীকম হওয়ার কারণ দেখিয়ে ঢাকার উদ্দেশ্যে সকালে একটি লঞ্চ ছাড়া হচ্ছে। লঞ্চ মালিকদের সিন্ডিকেট অতিরিক্ত লোভের আশায় ওই একটি লঞ্চেই চারটি লঞ্চের যাত্রী বহন করছে। এতে ওভারলোড হয়ে লঞ্চ বিপদের শঙ্কা নিয়েই উত্তাল পদ্মা ও মেঘনা পারি দিচ্ছে। ফিটনেসবিহীন ও আকারে ছোট লঞ্চে ধারণ ক্ষমতার কয়েকগুণ যাত্রী বহন বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর আশঙ্কা যেমন থাকছে, তেমনি বিঘ্নিত করছে যাত্রীসেবাও। নড়িয়াবাসীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করে বিপদের আশঙ্কা কমিয়ে আনুন ও নিরাপদ লঞ্চ যাত্রা সুনিশ্চিত করুন।
সিফাত রাব্বানী
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন