নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুই মামলায় সাতজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মুড়াপাড়া এলাকার মাসুম (২৭), মোকলেছুর রহমান (২৮), তারা মিয়া (৪০), বাদল মিয়া (৪২), রিপন (২৭), কাজল (৩৪) ও জাহাঙ্গীর (৩৫)।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে সোমবার বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।ওসি মাহমুদুল জানান, আসামিরা থানা হাজতে রয়েছে এখন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন