রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল দুপুরে বিশ^বিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মশিহুর রহমান এ তথ্য জানান। গত ৩ নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়ে শেষ হয় গত বুধবার ৩০ নভেম্বর। তবে গত ২৩ নভেম্বর সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ানো ও ফি কমানোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছিল সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ালেও ফি কমানো হবে না বলে জানান সমাবর্তনের প্রশাসনিক কর্তা ব্যাক্তিগণ। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন