জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে বঙ্গবন্ধুর দর্শন আরো গভীরভাবে উপলদ্ধি করতে হবে।
ফরহাদ হোসেন আজ রাজধানীর বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য এ মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন ড. তানভীর হাসান, প্রফেসর ইমতিয়াজ এ হোসেন ও প্রফেসর আহমেদ আহসানুজ্জামান।
ফরহাদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আরো গভীরভাবে চর্চা করতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্তব্য করুন