শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ডাস্টবিন নেই

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড। শহরাঞ্চল স্বাভাবিকই ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে থাকে। এখানে মানুষের বাসাবাড়ির ও অন্যান্য ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই। ময়লা-আবর্জনা নেওয়ার জন্য নিযুক্ত সিটি কর্পোরেশনের কোনো গাড়িও এখানে আসে না। এর ফলে যে যার ইচ্ছেমতো যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে। বিশেষ করে, রাস্তার মোড়ে মোড়ে ময়লা ফেলে ছোটো ছোটো স্তূপ বানিয়ে ফেলছে। এতে করে জনসাধারণের চলাচল কষ্টসাধ্য হয়ে উঠছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই এলাকার মানুষের জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করুন। অথবা প্রতিদিনের ময়লার আবর্জনা সরিয়ে নেবার জন্য গাড়ির ব্যবস্থা করে করুন।

আবরার নাঈম
ময়মনসিংহ, সদর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১৯ আগস্ট, ২০২২, ৬:১৪ পিএম says : 0
আমাদের পুরো দেশটা তুই ময়লার শহর চারিদিকে শুধু ময়লা আর ময়লা রাস্তাঘাট ভাঙাচোরা কত সুন্দর দেশ বানিয়েছে এরা কত সুন্দর দেশ বানিয়েছে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন