শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

নম্বরপত্র উত্তোলনের পদ্ধতি সহজ হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটি সেমিস্টারে বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীদের নম্বরপত্র উত্তোলনের দরকার হয়। এ জন্য শিক্ষার্থীদের এক জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ফলে নম্বরপত্র উত্তোলন করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মার্কশিট বা নম্বরপত্র উত্তোলনের জন্য একটি ফর্ম পূরণ করে সেখানে বিভাগীয় প্রধানের স্বাক্ষর, সিল নিতে হয়। একই সাথে ওই ফর্মে হল প্রভোস্টের স্বাক্ষর নিতে হয়। স্বাক্ষর নিতে গিয়ে দেখা যায় কখনো কখনো তারা নিজ কার্যালয়ে থাকেন না। তখন অপেক্ষার প্রহর গুণতে হয়। এছাড়াও যে সেমিস্টারের নম্বরপত্র উত্তোলন করতে হবে ওই সেমিস্টারের প্রবেশপত্র ফটোকপি করে তা সত্যায়িত করে যুক্ত করতে হয়। এখানেই শেষ নয়। একেকটি সেমিস্টারের নম্বরপত্র উত্তোলন করতে একশত পঞ্চাশ টাকা ব্যাংকে জমা দিতে হয়। তারপর ব্যাংকের জমা রশিদসহ সকল কাগজ প্রশাসনিক ভবনে জমা দিতে হয়। পরবর্তীতে নম্বরপত্র পেতে সাত থেকে আট দিন সময় লেগে যায়। নম্বরপত্র উত্তোলনের এ ঝামেলা কমিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মোছা. জান্নাতী বেগম
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন