শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

প্লাস্টার পরবর্তী জয়েন্ট শক্ত হলে করণীয়

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

ইমরানের বয়স ১৬ বছর, দুই বন্ধু একসাথে সাইকেল চালাচ্ছিল হঠাৎ অন্য মনস্ক হওয়ায় সাইকেল থেকে পড়ে বাম হাতের কুনইতে ব্যথা পেল, যথারীতি এক্সরে করে দেখা গেল হাতের বড় হাড় যেটাকে মেডিকেল ভাষায় হিউমেরাস বলে। তার নিচের দিকে ভেঙে গেছে ডাক্তার সাহেব প্লাস্টার করে দিলেন এবং ৮ সপ্তাহ পর প্লাস্টার খুলে দিলেন কিন্তু প্লাস্টার খোলার পর ইমরান হাত সোজা করতে পারে না, ডাক্তার সাহেব কিছু ব্যায়াম শিখিয়ে দিলেন। বাসায় করার জন্য বললেন, ইমরান গুরুত্ব দিয়ে ব্যায়ামগুলো করে নাই যার ফলে হাতের উন্নতি হয়নি। পরবর্তীতে আবার ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করলে উনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে বলেন, চিকিৎসক ওর হাত পর্যবেক্ষণ করে দেখলেন আক্রান্ত এলবো জয়েন্ট বা কুনইটি স্টিফ বা শক্ত হয়ে গেছে, যার ফলে হাতের স্বাভাবিক মুভমেন্ট করতে পারছে না। এবং সে অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করলেন।

এই ধরনের রোগীদের ক্ষেত্রে জয়েন্টের স্টিফনেস দূর করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই উপকারী যেমন-
১. ওয়াক্সবাথ থেরাপি, ২. মোবিলাইজিং এক্সারসাইজ, ৩. হোল্ড রিলাক্স টেকনিক, ৪. স্ট্রেচিং এক্সারসাইজ ইত্যাদি এবং পাশাপাশি রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ও কিছু ব্যায়াম করতে হয়।

এম. ইয়াছিন আলী
চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসাপাতাল
বাড়ি নং-১২/১, রোড নং-৪/এ, ধানমন্ডি, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন