শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা বাসভাড়া কার্যকর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলাচলরত যাত্রীবাহী পরিবহনের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই ভাড়া দিয়েই গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর যাত্রীরা চলাচল করছে। তারপরেও ইমরান হোসেন নামের যাত্রী জানান, মাত্র ২০ কিলোমিটারের এই পথে এক বছরের কম সময়ের ব্যবধানে ১৯ টাকা ভাড়া বেড়ে যাওয়াও কোন অংশে কম নয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া উৎসব ও সিটি বন্ধন পরিবহনে যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করেই নেওয়া হচ্ছে। আর সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন ৫০ টাকা করে।
জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসেও এই পথের ভাড়া ছিল ৩৬ টাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সেই ভাড়া বেড়ে দাঁড়ায় ৪৫ টাকায়। গত ৫ আগস্ট আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার। সাথে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ২ টাকা ৪০ পয়সা হিসেবে। কিন্তু নারায়ণগঞ্জের বাস মালিকরা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২৩ কিলোমিটার দাবি ৪৫ টাকার ভাড়া বাড়িয়ে ৬৫ টাকা ভাড়া নির্ধারণ করেন। তবে, পথটির দূরত্ব ১৯ কিলোমিটারের বেশি নয়, দাবি করে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম জানান, ভাড়া কোন ভাবেই ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। সমালোচনায় পরে বাস মালিকরা আরও ৫ টাকা কমান। হয় ৬০ টাকা। বাস মালিকদের কাছে গত ১৪ আগস্ট আয়োজিত সভায় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বাস ভাড়া কমানোর আহ্বান করেন। সেই দাবি মেনে নেয়নি মালিকরা। তাই সেই সভায় বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বিআরটি এর প্রতিনিধিদের সম্মিলিত টীম সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপে সিদ্ধান্ত গ্রহন করেন। এ নিয়ে কমিটিও করে দেওয়া হয়। ১৭ আগস্ট সরেজমিনে পরিদর্শন করে দূরত্ব নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী ভাড়া ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, পরিদর্শন টীম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৯ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন। সেই হিসাবে গড়ে ২০.৫৫ কিলোমিটার নির্ধারণ করা হয়। ২ টাকা ৪০ পয়সা হিসেবে হয় ৫০ টাকা আর ফ্লাইওভারের টোল নিয়ে হয় ৫৫ টাকা। এ ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন