অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের ৩ জন আটক ও অপহৃত কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১৩। গত ১৭ আগস্ট বিকাল ৪ টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরে গত বৃহস্পতিবার রাতে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো শহরের বাস টার্মিনাল নিয়ামতপুর বকসাপাড়ার রবিউল বাস কন্ডাক্টরের ছেলে ফিরোজ একই এলাকার জুম্মাপাড়ার ট্রাক হেলপার ওহাদ আলীর ছেলে জীবন এবং ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল। এ সময় অপহৃত কিশোর তমালকে উদ্ধার করা হয়। সে সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে। জানা যায়, কিশোরগ্যাং এর সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়া ছিল তাদের কাজ।
গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার আসামিদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন