প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে রাজধানীতে পানির সঙ্কট ভয়াবহ আকার ধারণ করে। এবার গ্রীষ্মের আগেই রাজধানীতে পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। গ্রীষ্মের দাবদাহের কারণে রাজধানীবাসীর পানির চাহিদা বাড়লেও ঢাকা ওয়াসার উৎপাদন কমেছে। এ অবস্থায় চাহিদার আলোকে প্রত্যাশা পূরণ করতে পারছে না ঢাকা ওয়াসা। বাসা-বাড়িতে থাকা লাইনের পানি খাওয়া যায় না। অন্যদিকে ওয়াশার কেন্দ্রগুলোতে পানির জন্য দিতে হয় লম্বা লাইন। তবুও অধিকাংশ সময় পাওয়া যায় না পানি। এ যেন এক বিশাল ভোগান্তি। উন্নয়নশীল এই দেশে বিশুদ্ধ খাবার পানি ভোগান্তির শেষ কোথায়? পানির অপর নাম জীবন, পানি ছাড়া একটা মানুষ খুব বেশি সময় টিকে থাকতে পারে না। তাই, এ অবস্থার অবসান জরুরি।
যায়েদ হাসান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন