বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানুষের আবেগ বোঝে শাওমির রোবট ‘সাইবার ওয়ান’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৭:২০ পিএম

মানুষের আবেগ বুঝতে সক্ষম রোবট তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ‘সাইবার ওয়ান’ নামের রোবটটি কথা বলার ভঙ্গি বিশ্লেষণ করে মানুষের ৪৫ ধরনের আবেগ শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, দুঃখ বা আনন্দের সংবাদ শুনে অভিব্যক্তিও প্রকাশ করে।

সম্প্রতি চীনে ‘মিক্স ফোল্ড টু’ মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে রোবটটিকে পরিচয় করিয়ে দেন শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জাং। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার (১৭৭ সেন্টিমিটার) মানুষের আদলে তৈরি রোবটটির ওজন ৫২ কেজি। দেড় কেজি ওজন নিয়ে পথ চলতে সক্ষম রোবটটি কারও সাহায্য ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। আশপাশের ত্রিমাত্রিক ছবি ধারণের পাশাপাশি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দও শনাক্ত করতে পারে রোবটটি।

অনুষ্ঠানে জানানো হয়, সাইবার ওয়ান শুধু সঙ্গ দেবে না, এটি পরিশ্রমও করতে পারবে। রোবটটিকে শিল্পকারখানায় বিভিন্ন কাজেও লাগানো যাবে। প্রোটোটাইপ এ রোবটটির পূর্ণাঙ্গ সংস্করণ কবে নাগাদ ছাড়া হবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি।

সমতল জায়গার পাশাপাশি উঁচু-নিচু পথ চলতে সক্ষম রোবটটি পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে পারে। এমআই সেন্স সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে চেনার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন