গাজীপুর কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর উপজেলার সদর ইউনিয়নের দস্যু নরায়ণপুর নূরচাঁন এর বাড়ী সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা (৪০) পুরুষের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনাস্থলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন