জামালপুরের সরিষাবাড়িতে ১৬ মাস বয়সী ছোট বোন প্রাপ্তি ঘোষকে হত্যার দায়ে বড় ভাই ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা একত্রে চলবে বলেও জানিয়েছেন আদালত।
রবিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ি উপজেলার শিমলা গোপীনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় প্রাপ্তি ঘোষ। সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানান প্রাপ্তি ঘোষের বাবা পরিতোষ চন্দ্র ঘোষ। এরপর পুলিশের সন্দেহ হলে ইন্দ্রজিৎ ঘোষকে আটক করা হয়।
১৬ মাস বয়সী ছোট বোনকে লালন-পালনের ভয়ে ঘটনার দিন রাতে প্রাপ্তি ঘোষকে ঘুম থেকে তুলে নিয়ে সরিষাবাড়ি বাস টার্মিনালের পাশের একটি পুকুরে ফেলে হত্যার পর লাশ গুম করে রাখার কথা পুলিশকে জানান ইন্দ্রজিৎ ঘোষ। এরপর লাশ উদ্ধার করা হয়।মামলায় ২৪ জনের মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আনন্দ মহন্তকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন