শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ব্রিজটি দ্রুত নির্মাণ করা হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার ৪নং ইউনিয়ন উত্তর তাফালবাড়ি গ্রামের অন্তর্গত ব্রিজটি ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত হয়। ১৫ বছর পেরিয়ে গেলেও আজও সংস্কার হয়নি। গত কয়েকবছরে হওয়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে আরো ক্ষতিগ্রস্ত হয়ে ব্রিজটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে গ্রামের মানুষ। পাকা রাস্তা ও ব্রিজের বেহাল দশার কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় পায়ে হেঁটে বা নৌকায় চলাচল করতে হয় প্রত্যন্ত অঞ্চলটিতে। এতে জরুরি কোনো কাজ, রোগী আনা-নেয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েন তারা। গ্রামবাসী তাদের এই দীর্ঘদীনের ভোগান্তি ও কষ্টের নিরসন চায়। কিন্তু দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যানের কাছে আবেদন করেও কোনো সাড়া পাচ্ছেন না তারা। তাদের দাবি, অতিদ্রুত সময়ের মধ্যেই পাকা রাস্তা ও নতুন ব্রিজ নির্মাণ করা হোক।

রাকিব হাসান
ঢাকা কলেজ, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন