নেছারাবাদে মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের নিচতলার ফার্নিচার ভস্মিভুত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ওই অগ্নিকান্ড ঘটে। এসময় ফারুক মিয়ার মালিকাধীন চারটি গোডাউন ঘরে থাকা জাল, প্লাস্টিক সামগ্রী রশি ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়। একই সাথে পার্শ্ববর্তী তিন তলা ভবনের আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ী ফারুকের প্লাস্টিক, ইব্রাহিমের রশি, মোবাইলের দোকান ও গোডাউন, শাহাদাতের ষ্টেশনারী মালের গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই সাথে স্থানীয় রিয়াজ হোসেন নামে এক বাসিন্দার বসত ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন