শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈমানের মূলনীতির ওপর প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজার ইমাম মুসলিম ইসলামিক সেন্টার

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সাম্প্রিকসময়ে দেশে বিদেশে ঈমান আকিদা নষ্টকারী অনেক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে। এবিষয়ে মুসলমানদের সতর্ক করার জন্য কক্সবাজার ইমাম মুসলিম ইসলামিক সেন্টারে ঈমানের মূলনীতির ওপর ৩ সপ্তাহব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে এক সমাপনী ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি প্রবাসী বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব গবেষক ও দায়ী শাইখ আবু আব্দুর রহমান ওয়ালী উল্লাহ শাওকী। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শুরা কমিটির সদস্য হৃীলা জামেয়া দারুস সুন্নাহর পরিচালক মাওলানা আবছারুদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা পরিচালক শাইখ ছলাহুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। শাইখ ওয়ালি উল্লাহ শওকী কক্সবাজার ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের শিক্ষক শিক্ষার্থীদের কোরআন ও হাদিসের আলোকে ঈমানের মূলনীতির ওপর ৩ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন।
এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ২১০ জন শিক্ষক শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সারাংশ তুলে ধরে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শাইখুল হাদিস মাওলানা আব্দুল গফুর নদীম। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষনের প্রয়োজনীতা অপরিসীম। তিনি মেহমানসহ অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন