করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এর ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনেই আছে। তবে এই সময়ে ১৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট চার হাজার ৬১৩টি নমুনা। এসব পরীক্ষায় ১৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ নয় হাজার ৯৭০ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৩ দশমিক ৭৬ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ। এসময় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জনে। অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনেই স্থির আছে। করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭১২ জন (৬৩ দশমিক ৮৩ ভাগ) এবং নারী ১০ হাজার ৬০৩ জন (৩৬ দশমিক ১৭ ভাগ)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন