চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একাংশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় নাচোল রেল স্টেশন বাজারে নাচোল উপজেলা বিএনপির আহবায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, প্রধান বক্তা বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও মাওলানা আব্দুল মতিন ।
সঞ্চালনায় ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বক্তারা দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন