শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

হাটপাঙ্গাসী বাজারের রাস্তা পাকা করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত মাত্র দের কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে পাকা বা ঢালাই না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারী হাজারো মানুষ। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন সিরাজগঞ্জ সদর ও বগুড়াসহ আশপাশের ইউনিয়নের হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। রাস্তার অনেক জায়গায় ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় ইট সরে গিয়েও সৃষ্টি হয়েছে গর্ত। এতে করে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল আরোহীদের ভোগান্তি হচ্ছে বেশি। বাজারের পূর্ব ও পশ্চিমের রাস্তা পাকা থাকলেও মাঝখানে মাত্র দেরকিলোমিটার রাস্তা আজও পাকা করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জায়গায় জায়গায় জলাবদ্ধতা। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। মাঝে মধ্যে রাস্তাটি শুধু ইট, সুরকি ও বালু ফেলে সংস্কার করা হলেও কেন যে পাকা করা হচ্ছে না, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন