রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা চিকিৎসা ও টিকার অর্থ প্রদান বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৫:৫০ পিএম

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন সরকার কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা এবং টিকার অর্থ প্রদান বন্ধ করার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের মহামারী মোকাবিলা-বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সমন্বয়কারী আশিস জেই সম্প্রতি বলেছেন, সরকার এই শরতের প্রথম দিকে কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা এবং টিকার অর্থ প্রদান বন্ধ করবে।

সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, মার্কিন স্বাস্থ্য ও গণ-পরিষেবা বিভাগ আগামী ৩০ আগস্ট একটি সম্মেলন আয়োজন করে ওষুধ কোম্পানি, ফার্মেসি এবং বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বীমা কভারেজ, তত্ত্বাবধান এবং টিকা-বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ মিলিয়ন লোকের চিকিৎসা বীমা নেই। তাই এই লোকদের কোভিড-১৯ টিকা এবং চিকিৎসা দেয়া মার্কিন সরকারের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন