শেরপুর জেলা সবাদদাতা : শেরপুর জেলা শহরের প্রবীন চিকিৎসক পারভীন নার্সিং হোমের প্রতিষ্ঠাতা আহত ডা: শাহাদত হোসেন গতকাল ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এ হত্যাকান্ডে ওই নার্সিং হোমের ম্যানেজার বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গছে, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শেরপুরের ওই প্রবীণ চিকিৎসকের ছেলেদের সাথে পারভীন নার্সিং হোমের ম্যানেজার বিপ্লবের হিসাব ও টাকা পয়সা নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে তিনি সেখানে গেলে ম্যানেজারের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। পরে তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। পরে তাকে ঢাকার সমরিতা হাসপাালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল তার মৃত্যু হয়। তাকে শেরপুরে আনা হলে তার লাশ শুক্রবার রাতে ময়নাতদন্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে ওই ম্যানেজার বিপ্লবের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন