রাজবাড়ী কালুখালীর মোহনপুর এলাকা থেকে সাড়ে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ মো. আশিকুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ সদস্যরা।
গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃত মো. আশিকুর রহমান কুষ্টিয়া দৌলতপুরের পিলিপ নগর এলাকার মো. আছান মালিথার ছেলে। জানা যায়, কিছু কতিপয় মাদক ব্যবসায়ী কুষ্টিয়া থেকে মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে মাইক্রোবাস যোগে রাজবাড়ীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ দল গত সোমবার রাত সোয়া ৯টার দিকে কালুখালীর মোহনপুর এলাকার কাশেম মহাজন (কে বি) ইট ভাটার সামনের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ ও মাদক কারবারি মো. আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন