শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পরশুরামে বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ফেনীর পরশুরামে আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ জন্য গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছিল। সরকারি দল সই কর্মসূচি বানচাল করার লক্ষ্যে একই স্থানে উদ্দেশ্যমূলকভাবে কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরশুরাম বাজারে ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও গণজামায়াত নিষিদ্ধ করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন