শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১১:০৩ পিএম

জ্বালানি তৈল ও পরিবহনভাড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলা পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিএনপির আয়োজনে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ।

এতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিদুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম আজহারুল হক রিপন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলী, মোঃ এনামুল হক বাবুল, নূরে আলম সিদ্দিকী আলম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন