শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে বিএনপির মিছিল সমাবেশে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্তটা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১০:২৮ পিএম

তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের চলমান লোডশেডিং এবং সকল পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কক্সবাজার বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) দুপুর থেকেই ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেয় কক্সবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকেই শুরু হয় পূর্ব নির্ধারিত এই কর্মসূচি।

এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহবান জানান। এসময় কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না সহ এসময় জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপি কার্যালয় থেকে গণমিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আলির জাহাল এলাকায় গিয়ে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন