শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে ছিলো না হরতালের প্রভাব

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৫:১৭ পিএম


জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারাদেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তবে নারায়ণগঞ্জে হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
অর্ধদিবস এ হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে নগরীর দুই নং গেট এলাকায় বাম গণতান্ত্রিক জোটের একটি মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন।এদিকে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে সতর্ক ছিলো পুলিশ। বিভিন্ন স্থানে তাদের তৎপরতা দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন