নোয়াখালীর জেলা শহরেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক ৩টি মামলায় বিএনপির আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে তিনটি মামলায় মোট ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৬জনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন (৫২), সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি সুলতান সালা উদ্দিন লিটন (৩৮), সোনাইমুড়ী উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজাদ হোসেন (৫২), অশ্বদিয়া ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকের হোসেন (৪৫), নোয়াখালী পৌরসভা শ্রমিক দলের নেতা মোয়াজ্জেম হোসেন সবুজ (৩০) ও শেষ ফরিদ হারুন (৩২)।
জানা গেছে, গত ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা শহর মাইজদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপেরে ঘটনা ঘটে। এতে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ১১জন আহত হয়। ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সুধারাম মডেল থানার ওসির গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে। ওইদিন রাতে এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১টি মামলা ও পুলিশ বাদি হয়ে ২টি মামলা দায়ের করে। মামলায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এড. আবদুর রহমানসহ ১৮৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও প্রায় সাড়ে ৯শ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তিনটি মামলা এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৫ বিএনপি নেতাকর্মীকে।
তথ্যগুলো নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগ ও পুলিশের দায়ের করা মামলা অভিযুক্তদের গ্রেপ্তারে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার পৃথকস্থানে অভিযান চালায় পুলিশের একাধিক দল। অভিযানকালে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিএনপি ও অংগসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন