মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাজিয়াকাটা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বিবাদমান দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলা ও দায়ের কোপে মৌলভি জিয়াউর রহমান মারাত্মকভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মহেশখালী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে শহরতলীর খুস্কুলে জমির বিরোধে আরো এক ব্যক্তি প্রতি পক্ষের হামলায় নিহত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন