পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে শাহীনা খানম নিলু নামের এক নারীকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত দুর্বৃত্তরা নির্মমভাবে গলাকেটে হত্যা করে। সে ঐ গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
জানা যায়, সম্প্রতি নিলুর স্বামী বাচ্চু মৃত্যুবরণ করলে সে তার একমাত্র সন্তানকে নিয়ে ঐ বাড়িতে বসবাস করে আসছিল। গতকাল দুপুরে প্রতিবেশী দু’জন নারী নিলুর সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে গেলে ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় নিলুর লাশ দেখতে পায়। এই সংবাদ ঈশ্বরদী থানা পুলিশকে জানালে দুপুর সোয়া একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।
নিহত নিলুর ছোট বোন নাসিমাসহ আত্মীয়-স্বজনরা অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে নিলুর স্বামীর নিকট স্বজনরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের চিহ্নিত করার জন্য তদন্ত চালানো হচ্ছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন