বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শৈলকূপায় বিএনপি অফিস ভাঙচুর সভাপতির বাড়িতে হামলা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপির অফিস ও পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়িঘরে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে এই হামলা চালানো হয় বলে বিএনপি অভিযোগ করেছে। গনমাধ্যমে দেয়া ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছ। গতকাল বৃহস্পতিবার শৈলকূপার শেখপাড়া, কোটচাঁদপুরসহ জেলার বিভিন্নস্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি
গত বুধবার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রীমোহনী বাজারে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির ওপর হামলা করে। এতে ৬ জন কমবেশি আহত হন। এর রেশ কাটতে না কাটতে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের দিনার বিশ্বাস ও জেপি কর্ণেলের নেতৃত্বে শৈলকূপা শহরে মিছিল বের করে। মিছিলটি শৈলকূপা শহরের কবিরপুরে এসে প্রথমে উপজেলা বিএনপির অফিসে ব্যাপক ভাবে ভাঙচুর করে। হামলায় অফিসের টেবিল, চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন