ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে। যার ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। মূল্য হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। তবে, কোনো পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৫৪-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। বেলা ১১টার দিকে পরিচালিত অভিযানের সময় পাচারকারী স্বর্ণগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন