নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ধারাবাহিক বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। তার ডাকে উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিশাল বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে আড়াইহাজারের পাঁচরুখীতে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের ডাক দেন রবি। তার নির্দেশে আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন গতবার বিএনপির ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ইউসুফ আলী ভুঁইয়া।পরিচালনা করে উপজেলা বিএনপির সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, জনতার ঢল প্রমান করে আমাদের পাশে সাধারণ মানুষ আছে। আমরা যেখানে যাই সেখানেই জনতার দাবিতে মানুষ আমাদের সাথে বিক্ষোভে অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন