শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে আ.লীগের বাধার মুখে বিএনপির প্রতিবাদ সভা পন্ড, আহত ১০

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৪:৪৪ পিএম

আড়াইহাজারের গোপালদী বাজারে দলের কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে বিএনপির ডাকা প্রতিবাদ সভা আওয়ামীলীগের বাধার মুখে পন্ড হয়ে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ৫ জন বিএনপির নেতা কর্মী আহত হয়। ঘটনার কে বা কারা পার্শ্ববর্তী একটি বাঁশের দোকানে অগ্নি সংযোগ করে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে ওই সময় গোপালদী পৌর বাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা, সহÑ আন্তার্জতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ পন্থিরা প্রতিবাদ সভার অয়োজন করে। একই সময়ে একই স্থানে গোপালদী পৌর সভা আওয়ামীলীগ নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য একটি কর্মসূচি দেয়। বিএনপি নেতা কর্মীরা সকাল ১০টার দিকে মিছিল নিয়ে পৌর বাজারে প্রবেশ করার চেষ্টা কালে তাতে বাঁধা দেয় আওয়ামীলীগের নেতা কর্মীরা। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১০ জন আহত হয়।

এই সময় কে বা কারা পার্শ্ববর্তী বিএনপি কর্মী মনির হোসেনের একটি বাঁশের দোকানে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে দেয়। অপর দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদেরকে শান্ত করে। ফলে বিএনপির প্রতিবাদ সভা পন্ড হয়ে যায়। বাঁশের দোকানে অগ্নী সংযোগের ঘটনায় দোকান মালিক মনির আওয়ামীলীগ নেতা কর্মীদেরকে দায়ি করেন।

আহতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামাল হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, সেচ্ছাসেকলীগ নেতা সোহাহ মাহমুদ ও ফারুকসহ ১০ জন ।

আড়াইহাজার উপজেলা বিএনপির আহবায়ক ইউসুফ আলী ভুইয়া বলেন, আমরা মিছিল নিয়ে গোপালদী বাজারে যাওয়ার পথে আমাদের উপর আওয়ামীলীগ নেতা কর্মীরা হামলা চালায়।

গোপালদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা বলেন, আমরা বিএনপির মিছিলে হামলা করেনি।


আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বর্তমানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন