শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছুটির দিনে পদ্মাসেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি

পদ্মা সেতু দক্ষিণ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৬:৪৯ পিএম

ছুটির দিন শুক্রবার ভোর থেকেই পদ্মাসেতুতে ছিল যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চাপ। ফলে দুই দিনের ছুটিকে ঘিরে ভোর থেকেই বাড়তি যানবাহনের চাপ রয়েছে পদ্মাসেতুসহ এক্সপ্রেসওয়েতে।

সরেজমিনে শুক্রবার পদ্মাসেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা ও এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলগামী প্রায় প্রতিটি বাসেই রয়েছে অধিক যাত্রী। আসন না পেয়ে অনেক যাত্রীদের দাঁড়িয়ে যেতেও দেখা গেছে। এছাড়া স্বাভাবিকের তুলনায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের বাড়তি চাপও দেখা গেছে। দুদিনের ছুটিতে ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে তাদের অনেকেই দেশের বাড়িতে ছুটছেন প্রায় প্রতি শুক্রবারেই। পদ্মাসেতু চালু হবার পর থেকে প্রতি সপ্তাহে বাড়ি ফেরার প্রবণতা বাড়ছে রাজধানী ঢাকায় বসবাসকারীদের।

অন্যদিকে ঢাকাগামী পরিবহনেও সাধারণ যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে। অনেকেই ছুটির দিনকে সামনে রেখে ঢাকা যাচ্ছেন প্রয়োজনীয় কাজ সাড়তে।

শিবচরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জানান,'আমার পরিবার ঢাকার উত্তরাতে থাকে। এখন চলতি সপ্তাহ থেকে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই পরিবারের কাছে যাচ্ছি।'

অপর এক শিক্ষক জানান,'দুইদিন বন্ধ থাকায় ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছি। রোববার ভোরে আবার রওনা দিয়ে চলে আসবো। এসে স্কুল করা যাবে।'

পদ্মাসেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার ব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান,'প্রতি সপ্তাহের শুক্রবার গাড়ির চাপ বেশি থাকে। তবে এই শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বেশি রয়েছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশি।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন