দাদীর কুলখানী শেষে শ্বশুর বাড়ি আর ফেরা হলো না রুমা আক্তারের। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে সে। গতকাল সকালের দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালী জেলার সেনবাগের মো. আব্দুল্লাহর স্ত্রী। দাদীর কুলখানী শেষে নোয়াখালীতে শ্বশুরবাড়ি ফিরছিল। স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই নারী মাহিন্দ্র যোগে মাটিরাঙ্গা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুঁকিপুর্ণ মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা আক্তার।
এই ব্যাপারে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন