শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

া    ৮ম BRICS শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উ:    ১৫-১৬ অক্টোবর ২০১৬।
া    ২২তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-  ২২ কোথায় অনুষ্ঠিত হবে?
উ:    মারাকেশ, মরক্কো।
া    বৈশ্বিক প্যারিস জলবায়ু চুক্তি বাংলাদেশ স্বাক্ষর করে  কবে?
উ:    ২২ এপ্রিল ২০১৬।
া    চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উ:    ইয়োশিনোরি ওসুমি।
া    সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উ:    বব ডিলান।
া    ৮৯তম অস্কারে বিদেশী ভাষা বিভাগে বাংলাদেশ থেকে  কোন চলচ্চিত্র মনোনীত হয়।
উ:    অজ্ঞাতনামা।
া    বাংলাদেশ অনুসমর্থন করে কবে?
উ:    ২১ সেপ্টেম্বর ২০১৬।
া    বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত।
উ:    চীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন