শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৬:৫১ পিএম

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে কাপ্তান বাজার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়। মো. হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আড়াই হাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ড. শাহজাহান সাজু, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, দিদারুল আলম মজুমদার, ড. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসাইন, কাজী সালাহ উদ্দিন দিদার, কামরুজ্জামান বিপ্লব, সেক্রেটারী সুরুজ ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রহমত উল্যাহ আমিনী প্রমুখ।

সভায় সুষ্ঠ ভাবে সমিতির নির্বাচন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন সম্পাদক আগামী ২৯ আগস্টের মধ্যে প্রথম শ্রম আদালত ঢাকা কতৃক সত্যায়িত হালনাগাদ ৬৪২ জন সদস্যের তালিকা নির্বাচন সাব-কমিটির নিকট বুঝিয়ে দিবেন। পাশাপাশি আগামী ২৭ সেপ্টম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ। উক্ত অনুষ্ঠানে সমিতির ৬৪২ জন সদস্যের মধ্যে ৪৬০ সদস্য উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন