কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার বিকেলে মাগুরা জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের হামলার ঘটনা ঘটেছে। মাগুরা শহরের ভায়না মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রঙ্গনে বিকাল চারটার দিকে সমাবেশ চলছিল। জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা ১ আসনের গত নির্বাচনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। এ সময় বোমা বিস্ফোরণ এর ঘটনার পর হামলা হয়। এসময় উভয় গ্রুফ ইট পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।এতে আহত হয় উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। ভায়না এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বিএনপি নেতা নিতাই রায় চৈধুরী জানান, সমাবেশের শেষ পর্যায়ে মনোয়ার হোসেন খান বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের পেটুয়া ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের নিরব উপস্থিতিতে অতর্কিত গিণি বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বিএনপি পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ গুলি বোমা বর্ষণ করে এতে মহিলা দলসহ ও অন্যান্য অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক কর্মী আহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন