শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্যারিসে দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল

পাসপোর্ট সঙ্কট নিরসনের আশ্বাসে-----

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৭:৩২ পিএম

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে আগামী ২৯ আগস্ট ডাক দেয়া দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। শুক্রবার বিকেলে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা শেষে তারা দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল ঘোষণা করেন। ফ্রান্স থেকে নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। এ সময় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকা সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ভুক্তভোগী প্রবাসী কর্মীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে দূতাবাসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা দ্রুত নিরসনের জোর দাবি জানান তারা। পাসপোর্টকে কেন্দ্র করে দেশে একটি সংঘবদ্ধ ও সক্রিয় দালালচক্রের প্রতারণার কথাও ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং তা প্রতিকারে পদক্ষেপ নেয়ার দাবি জানান।
রাষ্ট্রদূত তালহা উপস্থিত প্রত্যেক ভুক্তভোগীর কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি পাসপোর্ট দেয়া প্রক্রিয়ায় দূতাবাসের আইনি সীমাবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনরায় তুলে ধরবেন বলে আশ্বাস দেন। মতবিনিময় সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, কমিউনিটি নেতা সাত্তার আলী সুমন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন