শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাঁশখালীতে পুলিশের ৩ মামলায় আসামি বিএনপির ৪০০ নেতাকর্মী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ৪০০ নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে বাঁশখালী থানার ৩ পুলিশ কর্মকর্তা বাদী হয়ে পৃথকভাবে মামলা তিনটি দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বর্তমান আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদসহ ৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে উপ-পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এস আই গোলাম মোস্তফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। এছাড়াও পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগে এসআই মো. শহীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর সাতজনকে আটক করা হয়েছিল। তাদের এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম গুণাগরীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে ৩৫ জন আহত হন। এ সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে। আহতদের মধ্যে সহকারী পুলিশ সুপার ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন